ফাইভ-জি সেবা চালু করতে তরঙ্গ (স্পেক্ট্রাম) বরাদ্দ পেয়েছে রাষ্ট্রায়ত্ত টেলিকম প্রতিষ্ঠান টেলিটক। প্রতিষ্ঠানটি তরঙ্গ বরাদ্দ পেতে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসিতে আবেদন করলে সর্বশেষ কমিশন বৈঠকে (২৫৪তম) টেলিটকের অনুকূলে ৩ দশমিক ৫ গিগাহার্জ ব্যান্ডে (৩৩৪০-৩৪০০ মেগাহার্জ) ৬০ মেগাহার্জ তরঙ্গ শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়ার সিদ্ধান্ত হয়।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২১ ফেব্রুয়ারি গ্রামীণফোন, রবি, বাংলালিংক ও এয়ারটেল দেশে ফোর-জি সেবা চালু করে। তারও প্রায় ১০ মাস পরে টেলিটক সীমিত পরিসরে (রাজধানীকেন্দ্রিক) ফোর-জি সেবা চালু করে। এখন অপারেটরটি ফাইভ-জি সেবা চালুর প্রস্তুতি নিচ্ছে।