২০১৭ সাল। অন্য সব শিক্ষার্থীর মতো সে দিন বন্ধুদের সঙ্গে আড্ডায় মেতেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী মো. রিজুয়ান। হঠাৎ এক শিশু এসে অনুরোধ করল একটি পত্রিকা কিনতে। রিজুয়ান জানতে পারলেন, ছেলেটি পত্রিকা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। আরও জানতে পারলেন ছেলেটির পড়ালেখা করার প্রচণ্ড ইচ্ছার কথা। কিন্তু টাকার অভাবে পড়াশোনা এগোয়নি।
ছেলেটির কষ্ট নাড়া দিল রিজুয়ানের মনে। ভাবনায় এলো, তাদের জন্য স্থায়ীভাবে উদ্যোগ গ্রহণ করার, যাতে তারা অন্তত শিক্ষার আলোটুকু পায়। বিষয়টি নিয়ে রিজুয়ান কথা বলেন বন্ধুদের সঙ্গে। উৎসাহ পেলেন সবার কাছ থেকে। আর এভাবেই এক ঝাঁক স্বপ্নবাজ তরুণ-তরুণীকে নিয়ে যাত্রা শুরু করে ১ টাকায় শিক্ষা ফাউন্ডেশন।