যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু হওয়ার পর বন্ধ হয়ে যাওয়া প্রতিষ্ঠান খুলতে শুরু করেছে। কিন্তু অনেক কর্মী কাজে ফিরে যেতে অনীহা প্রকাশ করেছেন। কারণ সরকারের দেওয়া করোনাকালীন বেকার ভাতা থেকে সাপ্তাহিক যে অর্থ পাওয়া যায়, অনেক জায়গায় কাজ করলেও এমন অর্থ উপার্জন করা সম্ভব নয়।
তাই অনেক নাগরিক কাজে ফিরে যেতে চাইছেন না। অথচ বাংলাদেশে পরিস্থিতি সম্পূর্ণ উল্টো। আমাদের তরুণেরা কোনো আর্থিক প্রণোদনা চান না। শুধু চাইছেন করোনার কারণে তাদের জীবন থেকে যে দুটি বছর হারিয়ে গেছে, সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার একটা সুযোগ।