অল্পের জন্য বড় ধরনের অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেয়েছে গ্রিসের রাজধানী এথেন্স। বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে একটি ভবনে হঠাৎ আগুন লাগে। ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন আনে।
সরেজমিনে দেখা গেছে, ২ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় ওই ভবন থেকে হঠাৎ আগুনের ধোঁয়া বের হতে থাকে। এ সময় ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। ভবনের ১ম তলায় একটি বীমা কোম্পানির অফিস থেকে আগুন লাগে। অফিসের ভেতরে থাকা একটি এয়ার কন্ডিশনার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।