আফগানিস্তানের রাজধানী কাবুলের আকাশে আজ সোমবার রকেট উড়তে দেখা গেছে। আর, এর মধ্যেই যুক্তরাষ্ট্র আফগানিস্তান থেকে লোকজন সরিয়ে নেওয়া সম্পন্নের কাজ চালিয়ে যাচ্ছে। জঙ্গি হামলার তুমুল আশঙ্কার মধ্যেই সব বেসামরিক নাগরিককে সরিয়ে নেওয়ার কাজ শেষ করে আনছে যুক্তরাষ্ট্র। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে সংবাদমাধ্যম ফ্রান্স ২৪ এ খবর জানিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আগামীকাল মঙ্গলবারের (৩১ আগস্ট) মধ্যে আফগানিস্তান থেকে সব মার্কিন সেনা সরিয়ে নেওয়ার সময়সীমা বেঁধে দিয়েছেন। মার্কিন বাহিনীর আফগানিস্তান ত্যাগের মধ্য দিয়ে দেশটিতে যুক্তরাষ্ট্রের ২০ বছরের সামরিক অভিযান শেষ হবে।