গ্রাহকদের কাছে দায় ব্যাখ্যা করে একটি প্রতিবেদন জমা দেওয়ার জন্য ইভ্যালিকে আজ বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা দেওয়া হলেও, এই ই-কমার্স প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে কোনো প্রতিবেদন জাম দেয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
এ প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ হাফিজুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেওয়ায় কী ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কমিটি। দেরিতে জমা দিলে প্রতিবেদন গ্রহণ করা হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভ্যালিকে প্রথমে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে হবে।