চাল, তেল, চিনি, পেঁয়াজ, আদা, রসুন ও মসলাসহ সকল পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবু বেড়েছে দাম। কখনও আন্তর্জাতিক বাজারের ওঠানামা, কখনও বৃষ্টি, আবার কখনও লকডাউনের দোহাই দিয়ে বেড়েছে দাম। বাণিজ্য মন্ত্রণালয় বলছে, নিত্যপণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে শোকের মাস আগস্টেই। যা সরকারের জন্য বিব্রতকর।
বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেলো, প্রতিকেজি আটার দাম এখন ৪০ টাকা। চালের কেজি ৭৬ থেকে ৮০ টাকা। বেড়েছে চিনির দামও। এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি ৮০ টাকা হয়েছে। সয়াবিনসহ ভোজ্যতেলের দাম বেড়েছে আগেই। বাদ যায়নি মসুর ডাল, ডিম, মাছ ও মাংস।