বরিশালের সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমান শোভনের বিরুদ্ধে এবার দুটি পৃথক মামলা করেছেন সিটি করপোরেশনের একজন কাউন্সিলর এবং একজন কর্মকর্তা, যেখানে তার বিরুদ্ধে 'সিটি করপোরেশনের নিয়মিত কাজে বাধাদান ও হামলার' অভিযোগ আনা হয়েছে। একটি মামলায় সদর থানার ওসিকেও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে। জেলা জজ আদালতে দায়ের করা এই মামলা দুটি উপজেলা প্রশাসনের সাথে নগর ভবনের সাম্প্রতিক মুখোমুখি অবস্থানকে নতুন মাত্রা দিল। এর আগে সরকারি বাসভবনে হামলার ঘটনায় ইউএনও মি. রহমান নিজে বাদী হয়ে একটি মামলা করেছিলেন।