প্রথম বারের মতো প্রাক-প্রাথমিকে ভর্তি হয়েছে অনেক শিক্ষার্থী, কিন্তু কাগজে কলমে ভর্তি হলেও তারা জানে না স্কুলে পড়তে কেমন। স্কুলে গিয়ে সামাজিক যোগাযোগ দক্ষতা তৈরি, নিয়মানুবর্তিতা শেখা এই ধরনের বিষয়গুলো থেকে বঞ্চিত হচ্ছে প্রথমবারের মতো স্কুলে ভর্তি হওয়া এসব শিক্ষার্থীরা। শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ মেয়াদে বন্ধ থাকায় এসব প্রাক প্রাথমিকের শিক্ষার্থীদের উপর কী ধরনের প্রভাব পড়ছে তা জানতে দেখুন এই ভিডিওটি।