আফগানিস্তান দখলের দ্বারপ্রান্তে সশস্ত্র গোষ্ঠী তালেবান। আফগান স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা হচ্ছে। এদিকে, তালেবান নেতারা বলেছেন, তারা সহিংসতার মধ্য দিয়ে ক্ষমতা নিতে নারাজ। এমন পরিস্থিতিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে জরুরি বৈঠকের বসার কথা জানিয়েছে রাশিয়া।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা জামির কাবুলোভ, রাশিয়ার বার্তা সংস্থাকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমরা বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছি।