ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনকে 'বাটপার' হিসেবে অভিহিত করল মুক্তিযুদ্ধ মঞ্চ।
রবিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের শাস্তির দাবিতে মানববন্ধন আয়োজন করে। মানববন্ধনে বক্তারা ব্যারিস্টার সুমনকে 'বাটপার' অভিহিত করে বলেন, এ রকম একজন লোক কিভাবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পায়? এ সময় সুমনের বার কাউন্সিলের সনদ বাতিলেরও দাবি জানানো হয়।