বৃহস্পতিবার শপথ গ্রহণ করছেন ইরানের নতুন প্রেসিডেন্ট এব্রাহিম রাইসি৷ এমন এক সময়ে তিনি দেশটির ক্ষমতায় বসছেন যখন বড় ধরনের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবিলা করছে ইরান৷
এতদিন দেশের প্রধান বিচারকের দায়িত্ব পালন করা এব্রাহিম রাইসি ইরানের নতুন সরকার প্রধান৷ গত ১৮ জুলাই মাত্র ৪৮ দশমিক ৮ শতাংশ ভোট পড়া নির্বাচনে জয়ী হন ৬০ বছর বয়সি রাইসি৷ ঘরে-বাইরে তার নীতি কেমন হবে সেটি বিশ্লেষণের জন্য বিচারক হিসেবে তার ভূমিকা খতিয়ে দেখা যেতে পারে৷ ১৯৭৯ সালের ইরানের বিপ্লবের সময় থেকেই দেশটির বিচার ব্যবস্থার সঙ্গে যুক্ত তিনি৷ সেসময়ে বিপুল রাজনৈতিক বন্দি ও ১৯৮০ এর দশকে বামপন্থিদের মৃত্যুদণ্ডে তিনি সরাসরি ভূমিকা রেখেছেন৷ পরবর্তীতে সরকারবিরোধি আন্দোলনকারী, মানবাধিকার বা পরিবেশকর্মীদেরও কারাগারে পাঠানোতেও তার প্রত্যক্ষ অবদান রয়েছে ৷ এসব ভূমিকার কারণে ২০১৯ সালেই যুক্তরাষ্ট্র রাইসিকে তাদের নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করে৷