হেলেনা জাহাঙ্গীরকে ঘিরে পরিস্থিতি নিয়ে বিতর্কের মুখে আওয়ামী লীগ

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ৩০ জুলাই ২০২১, ২১:৩৮

বাংলাদেশে ক্ষমতাসীন আওয়ামী লীগের একটি উপকমিটির সদস্য হেলেনা জাহাঙ্গীরের গ্রেপ্তার হবার ঘটনা দলকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।


এখন আওয়ামী লীগের বিভিন্ন উপকমিটির সদস্য বাছাই বা গঠনের প্রক্রিয়া নিয়ে দলটির ভেতরেই প্রশ্ন উঠেছে।


দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ বিবিসিকে বলেছেন, তাদের দলের নাম ব্যবহার করে সুবিধা নেয়া ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেয়া হয়েছে।


"আওয়ামী এবং লীগ, এই দু'টা শব্দকে ব্যবহার করে অনেক নিজেদের ইচ্ছেমত একটা সংগঠন দাঁড় করিয়েছে" বলেন মিঃ আলম।


তবে বিশ্লেষকরা মনে করেন, টানা একযুগ ধরে ক্ষমতায় থাকার কারণে আওয়ামী লীগে অনেকে পদ বাগিয়ে নেয়ার চেষ্টা করেন।


''দু:খজনকভাবে এখন রাজনীতি একটা লাভজনক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে," মানবাধিকার সংগঠক সুলতানা কামাল বলেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us