যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় ট্রাক, পিকআপ ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৯ জন।
নিহতরা হলেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার মেজেরহুদা গ্রামের আব্দুল আলিম (৩৫) ও গোয়ালহুদা গ্রামের জহুরুল ইসলাম (৫২)। আহতদের মধ্যে দুইজনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
আহতরা জানান, গরু কেনার জন্য চুয়াডাঙ্গার জীবননগর থেকে ১২ জন ব্যাপারী একটি পিকআপে বরিশালের দিকে যাচ্ছিলেন। ভোর ৬টার দিকে তারা যশোর শহরের আরবপুর দিঘিরপাড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। একই সময়ে একটি প্রাইভেটকার এসে সজোরে ট্রাকের পেছনে ধাক্কা দেয়। এতে পিকআপে থাকা একজন গরু ব্যবসায়ী ঘটনাস্থলেই নিহত হন।