এখনও সিটি করপোরেশনের অনুমতি পায়নি রাজধানীর অস্থায়ী কোরবানির পশুর হাটগুলো। তারপরও হাটের প্রতিটি স্থান ভরে গেছে কোরবানির জন্য নিয়ে আসা পশুতে। ঈদের দিনসহ পাঁচদিন পশু বিক্রির অনুমতি দেওয়া হবে। সেই হিসাবে আগামীকাল (১৭ জুলাই) থেকে শুরু হওয়ার কথা বেচাকেনা। কিন্তু তার আগেই লোকজনে সরব হাটগুলো।
পরিবেশ দেখে ব্যাপারিরা খুশি হলেও শঙ্কিত নগরবাসী। মহামারিতে হাটগুলোতে আদৌ স্বাস্থ্যবিধি মানা হবে কি-না তা নিয়ে উদ্বিগ্ন তারা। নগরীর বেশকটি অস্থায়ী পশুর হাট ঘুরে এমন চিত্র দেখা গেছে।