বিদেশের মাটিতে দ্বিপাক্ষিক কূটনৈতিক সংলাপে সেনা হটানোর জন্য আজ চিনকে কড়া বার্তা দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এর মধ্যেই দেশে মোদী সরকারের চিন-নীতি নিয়ে উত্তাল হল পরিস্থিতি। পূর্ব লাদাখে গালোয়ানের পার্শ্ববর্তী এলাকায় ফের চিনা সেনা জোর করে ঢুকতে চেষ্টা করেছে এই মর্মে সংবাদমাধ্যমে আজ একটি খবর প্রকাশিত হলে তা আলোড়ন ফেলে দেয়।
সকালে তা নিয়ে টুইট করেন কংগ্রেস নেতা রাহুল গাঁধী। বলেন, “বিদেশ এবং প্রতিরক্ষা নীতিকে ভারত সরকার ঘরোয়া রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করার ফলে দেশ দুর্বল হচ্ছে। এর আগে ভারত কখনওই এত বিপজ্জনক পরিস্থিতিতে পৌঁছয়নি।” সঙ্গে তিনি সংবাদপত্রের চিনা সেনা ঢুকে পড়ার চেষ্টা সংক্রান্ত খবরটি জুড়ে দেন।
পরে প্রতিরক্ষা মন্ত্রক থেকে জানানো হয়, সংবাদটি অসত্য এবং ভুল তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে। গোটা বিষয়টির কড়া নিন্দা করা হয় প্রতিরক্ষা মন্ত্রকের বিবৃতিতে। সংসদীয় কমিটিতে এ দিন বিষয়টি নিয়ে আলোচনা হতে না-দেওয়ার প্রতিবাদে রাহুল ও কংগ্রেসের বাকি সদস্যরা প্রতিরক্ষা সংক্রান্ত সংসদীয় কমিটির বৈঠক থেকে ওয়াকআউট করেন।