করোনায় আক্রান্ত হয়েছেন অভিনেতা তৌসিফ মাহবুব। গতকাল মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক বার্তায় বিষয়টি জানান তার স্ত্রী জারা মাহবুব।
তিনি লেখেন- সবাইকে জানাতে চাচ্ছি যে, তৌসিফের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। অনুগ্রহ করে সবাই বাসায় থাকুন, নিরাপদে থাকুন।
উল্লেখ্য, গেলো বছরের নভেম্বরে তৌসিফপত্নী ও তার শ্বশুরবাড়ির সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। সেসময় অভিনেতা নিজেও আক্রান্ত বলে গুঞ্জন শোনা গিয়েছিল।