যশোরের মনিরামপুর উপজেলার‘ মাছনা গ্রামের খাস জমিতে ঠাঁই হয়েছে ৬৪ দুস্থ পরিবারের। প্রতি পরিবারকে দুই শতক জমি লিখে দিয়ে পাকা ঘর করে দিয়েছে সরকার। রঙিন স্বপ্ন নিয়ে দুই মাস আগে রঙিন টিনের ঘরে উঠেছেন তারা। ঘর পেয়ে খুশি হলেও নানা কারণে দুর্দিনে এই পল্লীর বাসিন্দারা। একই অবস্থা হাজেরাইল ও শিরিলিসহ অন্যান্য গুচ্ছগ্রামের বাসিন্দাদের।
মাছনা গুচ্ছগ্রামে ৬৪ পরিবারের জন্য রয়েছে একটি মাত্র টিউবওয়েল। তাও সেটি গভীর নলকূপ নয়। এই এক টিউবওয়েল থেকে পানি নিয়ে যাবতীয় কাজ সারতে হয় এখানকার বাসিন্দাদের। ফলে টিউবয়েলপাড়ে ভিড় লেগে থাকে রাত-দিন। পল্লীগুলোতে ১০ পরিবার প্রতি একটি করে আর্সেনিকমুক্ত নলকূপ স্থাপনের সিদ্ধান্ত থাকলেও সেটা কার্যকর হয়নি। কর্তৃপক্ষ বলছে, গুচ্ছগ্রামে পানির সমস্যা দ্রুত নিরসন করা হবে।