পঞ্চগড়ের বোদা উপজেলায় পৃথক দুর্ঘটনায় প্রাণ গেল দুজনের। রোববার (৪ জুলাই) বিকেলে প্রায় কাছাকাছি সময়ে দুর্ঘটনা দুটি ঘটে। এদের মধ্যে পাঁচপীর ইউনিয়নের উত্তর কালিবাড়ি মোড়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে হৃদয় (১৭) নামে এক কিশোর এবং একই ইউনিয়নের বাকপুর কালিতলায় পুকুরের পানিতে ডুবে সুস্মিতা (৩) নামে এক শিশু মারা যায়।