সুস্থ থাকতে বিশুদ্ধ পানি পানের বিকল্প নেই। বিশুদ্ধ পানির জন্য এখন বেশিরভাগ মানুষই ফিল্টার ব্যবহার করেন। তবে ফিল্টার কেবল ব্যবহার করলেই হবে না। নিতে হবে এর সঠিক যত্নও। নইলে এই ফিল্টারেই জীবাণু বাসা বাঁধতে পারে এবং রোগ বিস্তার করতে পারে। ফিল্টার পরিষ্কারেরও রয়েছে কিছু নিয়ম। যা না জানা থাকলে পড়তে হবে বিপদে।