ভুয়ো ভ্যাকসিন ক্যাম্পে (Corona Vaccine) টিকা নিয়ে প্রতারকের খপ্পরে পড়লেন খোদ সাংসদ। কসবার ভ্যাকসিনেশন সেন্টারে (Fake Vaccination Centre) টিকা নেওয়ার পর থেকেই খটকা লাগতে শুরু করেছিল মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty)। তিনি জানান, টিকা নেওয়ার ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও তাঁর কাছে কোনও সার্টিফিকেট এসে পৌঁছয়নি। এমনকী রেজিস্ট্রশনের কোনও তথ্যও আসেনি মোবাইল নম্বরে। আর এতেই খটকা লাগে অভিনেত্রীর। প্রশাসনের দ্বারস্থ হন তিনি। পুলিশেও খবর দেন। এরপরই প্রকাশ্যে আসে IAS-অফিসারের আসল পরিচয়। কসবা থেকে গ্রেফতার হয় ওই প্রতারক।