প্রথম ধাপে ১৩টি জেলার ৪১টি উপজেলার ২০৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে কাল সোমবার। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে চেয়ারম্যান পদে এরইমধ্যে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ২৮ জন নির্বাচিত হয়ে গেছেন। এসব ইউপিতে বাকি পদে ভোট হবে।
নির্বাচন পরিচালনা শাখা জানায়, ২০৪টি ইউপির মধ্যে ২০টিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট হবে। আর ১৮৪টিতে ব্যালটের মাধ্যমে ভোট নেওয়া হবে। প্রথমে ইসি ৩৬৭টি ইউপিতে নির্বাচনের তফসিল ঘোষণা করলেও করোনা প্রবণ এলাকার ১৬৩টি ইউপির নির্বাচন স্থগিত করা হয়।