প্রচলিত শিক্ষা কাঠামোয় মানুষের মেধা পুরোপুরি বিকশিত হতে পারছে কি? অর্থাৎ যে ছেলে বা মেয়েটিকে আমরা শ্রেণিতে প্রথম স্থান পেতে দেখি, তাকে কি আমরা জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে সে রকম অবদান রাখতে দেখি?
জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে যারা অবদান রেখে থাকেন, তাদের একাডেমিক জীবন খুব একটা উজ্জ্বল বা উল্লেখযোগ্য হতে দেখা যায় না। সমাজকে যারা নেতৃত্ব দেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা ক্লাসে পেছনের সারিতে বসতেন অথবা নিয়মিত ক্লাস করতেন না কিংবা ক্লাস থেকে কোনো এক সময় বহিষ্কৃত হয়েছেন।