আগুনে শুধু ঘর পোড়ে না, পোড়ে না শুধু বস্তি। পোড়ে অনেক স্বপ্ন, পোড়ে অনেক স্বস্তি। তিল তিল করে গড়া স্বপ্ন যখন পুড়ে যায় চোখের পলকে, তখন শূন্য দৃষ্টিতে চেয়ে থাকা ছাড়া কিছুই করার থাকে না। তাকিয়ে ছিলেন নান্টু মিয়াও। চোখের সামনে ফায়ার সার্ভিসের কর্মীরা তখন আগুন নেভাচ্ছে। কাঠকয়লার ভিড়ে ভাসছে নান্টুর একরাশ পোড়া স্বপ্ন।