নওগাঁর সাপাহারে বাজারে আম বেশি থাকলেও বাজারে ক্রেতার সংখ্যা কম রয়েছে। ফলে ক্ষতির আশঙ্কায় রয়েছেন চাষিরা।বাজারে গিয়ে দেখা যায়, জ্যৈষ্ঠের প্রখর রোদে ভ্যানের ওপর আম রেখে মাথায় গামছা জড়িয়ে পাশে দাঁড়িয়ে আছেন বৃদ্ধ রমজান আলী। বেলা সাড়ে ১১টার দিকে শিমুলডাঙা থেকে প্রায় ছয় কিলোমিটার দূরের গ্রাম থেকে সাপাহার উপজেলা সদরে আমবাজারে এসেছেন। দুপুর ২টা বেজে গেলেও তিনি বিক্রি করতে পারেননি আম। দাম একটু বেশি পাওয়ার আশায় অপেক্ষা করছিলেন তিনি।