সম্প্রতি তিস্তা নদীতে কয়েকবার গিয়েছিলাম। গত মার্চে একদিন রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার মহিপুর শেখ হাসিনা সেতু থেকে নৌকাযোগে উজানে কয়েক কিলোমিটার দূরে গিয়েছিলাম। নৌকায় যেতে যেতে নদীপারের বিচিত্র জীবন দেখলাম। সেতু থেকে উজানে যেতে দেখছিলাম, অনেক মানুষ নদীর পাড় ধরে উজানের দিকে যাচ্ছে। প্রথমে বুঝতে পারিনি, এরা যাচ্ছে কোথায়। কিছুক্ষণ পরই দেখলাম, বিনবিনার চরে নদীর পাড় ঘেঁষে একটি স্থানে অনেক মানুষ। মাঝিকে অনুরোধ করে বিনবিনার চরের জনসমাগমস্থলে পৌঁছাই।
জনসমাগমস্থলে গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের বিনবিনার চরে কেউ কোদাল, কেউ বাঁশ, কেউ বাঁশের চাটাই নিয়ে আসছেন। জনসমাগমের ভেতরেই একজন বলছেন, ‘মাইকে ঘোষণা দেও, সবাই কোদাল নিয়ে আসুক। আরও কোদাল নাগবে।’