বাম নেতাদের ভুল ভাঙছে, চোখ খুলছে

সমকাল আবদুল গাফফার চৌধুরী প্রকাশিত: ০৫ জুন ২০২১, ১৪:৫৭

বিদেশে খুব নৈরাশ্যের মধ্যে দিন কাটাচ্ছি। ঠিক এই সময়ে দুটি বিষয় আমার মনে কিছুটা আশা ফিরিয়ে এনেছে। একটা হলো, সম্প্রতি ঢাকার একটি দৈনিকে প্রকাশিত ভারতীয় সাংবাদিক জয়ন্ত ঘোষালের একটি প্রবন্ধ, যে প্রবন্ধে তিনি বলতে চেয়েছেন, গ্লোবাল ক্যাপিটালিজম ব্যর্থ হয়েছে এবং মার্কসবাদ বর্তমান বিশ্বে তার প্রাসঙ্গিকতা ফিরে পাচ্ছে। আমি তার এই কথায় আশান্বিত হয়েছি। কিন্তু তার সব কথার সঙ্গে সহমত পোষণ করি না।


আরেকটি বিষয় হলো, সম্প্রতি 'বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় মুক্তি সংগ্রাম সমন্বয় কমিটির ৫০ বছর এবং উপমহাদেশে সাম্প্রদায়িক শক্তির পুনরুত্থান' শীর্ষক এক ওয়েবিনার অনুষ্ঠান এবং তাতে সাবেক মন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বক্তব্য। আমি তার বক্তব্যের সর্বাংশের সঙ্গে সহমত পোষণ করি না। কিন্তু এত দীর্ঘকাল পর মন্ত্রিত্বের মোহ ত্যাগ করে কিছু সত্য কথা বলার জন্য তিনি যে এগিয়ে এসেছেন, সেজন্য আশাবাদী হয়েছি। কারণ, বাংলাদেশে বাম গণতান্ত্রিক ধারার রাজনীতি গড়ে তুলতে রাশেদ খান মেননের নেতৃত্বের ওপর আমি এখনও আশা রাখি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us