বিপদসংকেতের আর এক নাম 5G নেটওয়ার্ক। ঠিক এমনটাই মনে করছেন বলিউড অভিনেত্রী জুহি চাওলা। ভারতে 5G ওয়্যারলেস নেটওয়ার্ক চালু না করার দাবিতে গতকালই দিল্লি হাইকোর্টের কাছে একটি লিখিত আবেদনপত্র জমা দিয়েছেন জুহি। অভিনেত্রীর দাবি, এই 5G নেটওয়ার্কের কারণেই এ দেশের মানুষজন ব্যাপক ভাবে শারীরিক দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হতে পারেন। পাশাপাশিই আবার তিনি আরও লিখেছেন যে, পশু-পাখিদেরও বাঁচতে দেবে না এই 5G প্রযুক্তি। তাঁর বক্তব্য, 'ভারতে যদি 5G নেটওয়ার্ক চালু করা হয়, তাহলে মানুষ থেকে শুরু করে পশু-পাখি - 365 দিন রেডিয়েশন থেকে বাঁচতে পারবে না কেউই।' সেই সঙ্গেই আবার আরও একটি বিষয়ে গুরুত্ব দিয়ে জুহি বলছেন, 'রেডিয়েশন এখন আগের চেয়ে 10 থেকে 100 গুণ বেশি হয়ে গিয়েছে। তাহলে এটা আমাদের জন্য কতটা ক্ষতিকারক হতে পারে, একবার ভেবেই দেখুন।'