৯৯ রানে হাস্যকর শটে ক্যাচ তুলে দেওয়াটা নার্ভাস নাইন্টিজের অংশ। তবে সবার ভাগ্য কুশল পেরেরার মতো হয় না। সবাই ৯৯ রানে ক্যাচ তুলে দিয়েও জীবন পায় না। এর সবচেয়ে বড় উদাহরণ তামিম ইকবাল। এই তো কিছুদিন আগেই শ্রীলঙ্কা সফরে গিয়ে দুই টেস্টে নব্বইয়ের ঘরে আউট হয়েছে। তবে আজ কুশল পেরেরা জীবন পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদের কল্যাণে।
মুস্তাফিজের করা ৩২তম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলেছিলেন পেরেরা। বল ঠিকমতো ব্যাটে না লাগায় মিড অফে ক্যাচ ওঠে। মাহমুদউল্লাহ ডাইভ দিয়েও ক্যাচটি নিতে পারেননি। ক্যাচটি সহজ না হলেও নিঃসন্দেহে ধরা উচিত ছিল। পরের বলেই ১ রান নিয়ে ক্যারিয়ারের ৬ নম্বর সেঞ্চুরি তুলে নেন পেরেরা। এজন্য তিনি সময় নিয়েছেন ৯৯ বল, হাঁকিয়েছেন ১০টি চার এবং ১টি ছক্কা।