আমি আওয়ামী লীগের একজন সমর্থক, এ কথাটা কোনোদিন লুকাইনি। লুকিয়ে নিরপেক্ষতার ভান করিনি। ধর্মনিরপেক্ষ রাজনীতির প্রবক্তা হিসেবে আওয়ামী লীগকে সমর্থন করি। তাই বলে আওয়ামী লীগের সরকার কোনো ভুলত্রুটি করলে তার সমালোচনা করব না, এমনটা নয়। সমর্থন ও চাটুকারিতা এক কথা নয়। আমি আওয়ামী লীগের সমর্থক, চাটুকার নই। তাই সাম্প্রতিক সাংবাদিক নিগ্রহের ঘটনায় আওয়ামী লীগকে সতর্ক না করে পারছি না। কারণ, আমি নিজেও একজন সাংবাদিক।