দিনাজপুরের লিচু বাজারে আসতে আর দিন সাতেক বাকি। তবে প্রতিকূল আবহাওয়ার কারণে এবার একে তো ফলন হয়েছে কম, তার ওপর দাবদাহে গাছেই ফেটে যাচ্ছে লিচু। লিচুর অবয়বও তেমন একটা নাদুসনুদুস নয়। সেই সঙ্গে দিনাজপুরের লিচুর চিরচেনা মিষ্টতা নিয়েও এবার প্রশ্ন উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে। সব কিছু মিলিয়ে লিচু বাগানি ও চাষির কপালে পড়েছে চিন্তার রেখা।
দিনাজপুর কৃষি সম্প্রসারণ অফিস সূত্রে জানা গেছে, লিচু চাষে দিনাজপুরে রীতিমতো বিপ্লব ঘটেছে। এবার ছয় হাজার ৫৪৬ হেক্টর জমিতে হয়েছে লিচু চাষ।