চীন থেকে উপহার হিসাবে পাঠানো পাঁচ লাখ ডোজ করোনাভাইরাস টিকা ঢাকায় নিয়ে আসার পর তা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশের বিমান বাহিনীর একটি উড়োজাহাজে করে বুধবার ভোরে চীন থেকে এসব টিকা ঢাকায় নিয়ে আসা হয়।
চীনের উপহার হিসাবে পাঠানো সিনোফার্মের টিকা বুধবার সকালে বাংলাদেশ নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এবং স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় হস্তান্তর করেন।
বাংলাদেশের স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, কোভিশিল্ড টিকার পাশাপাশি এই টিকার প্রয়োগ চলবে।