চিকিৎসক, নার্স, শয্যা, চিকিৎসা যন্ত্রপাতি—কোনো কিছুর সংস্থান না করেই ১০০ শয্যার হাসপাতালকে কাগজে–কলমে ২৫০ শয্যার হাসপাতাল বানিয়ে রাখা হয়েছে। অথচ ২৫০ শয্যার হাসপাতালের কার্যক্রম পরিচালনার জন্য সবচেয়ে আগে যা দরকার, সেই ভবন নির্মিত হয়ে আছে চার বছর আগেই।