অবৈধ নিয়োগে ৪৩টি পদ পেয়েও খুশি নয় ছাত্রলীগ

প্রথম আলো শফিকুল ইসলাম প্রকাশিত: ০৮ মে ২০২১, ০৯:০৮

শিক্ষা মন্ত্রণালয়ের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সদ্য সাবেক উপাচার্য এম আবদুস সোবহান তাঁর শেষ কর্মদিবসে গত বৃহস্পতিবার শিক্ষকসহ বিভিন্ন পদে ১৪১ জনকে নিয়োগ দিয়ে গেছেন। নিয়োগপ্রাপ্তদের মধ্যে শিক্ষকদের আত্মীয়স্বজন থাকলেও বড় একটি অংশ আছে ছাত্রলীগ-যুবলীগের সাবেক-বর্তমান নেতা-কর্মী। তাঁরাই জানিয়েছেন এই সংখ্যা ৪৩। অনিয়মের এই নিয়োগে এতটি পদ পেয়েও খুশি নন তাঁরা। তাঁদের দাবি, বিদায়ী উপাচার্য তাঁদের মাথায় কাঁঠাল ভেঙে খাইয়েছেন অন্যদের। যোগ্যতা অনুসারে নিয়োগ পাননি, পেয়েছেন ছোট ছোট পদে।


উপাচার্যের এমন কাণ্ডের পর বৃহস্পতিবারই শিক্ষা মন্ত্রণালয় জানায়, মেয়াদের শেষ কর্মদিবসে অবৈধভাবে যেসব জনবল নিয়োগ দেওয়া হয়েছে, সেটিকে বৈধতা দেওয়ার সুযোগ নেই। অবৈধ নিয়োগ ও অনিয়মের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত কমিটি গঠনের কথাও জানায় মন্ত্রণালয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us