নীল আকাশে উড়ে বেড়ানো আর গাছের ডালে পাখির বসবাস। তবে এই চিত্রের ব্যাতিক্রমও আছে। সব পাখি যে শুধু গাছের ডালে বসে বা পাতার আড়ালে থেকে জীবন কাটায়- তা কিন্তু নয়।
কিছু পাখি মাটিতেও বসবাস করে। মাটিকে আশ্রয় করেই পরিচালিত হয় তাদের জীবনপ্রবাহ। তবে এমন পাখি প্রজাতির সংখ্যা খুবই সীমিত।