মানিকগঞ্জে এবার বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। বোরোর আবাদও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। গতবারের চেয়ে ৬০০ হেক্টর বেশি জমিতে এবার বোরো আবাদ হয়েছে। জেলায় এবছর ৪৭ হাজার হেক্টর জমিতে বোরা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।
চাষাবাদের অনুকূল পরিবেশ থাকায় লক্ষ্যমাত্রার চেয়েও ৬০০ হেক্টের বেশি জমিতে আবাদ হয়েছে বোরো। ৩ লাখ ৩৬ হাজার মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা করছেন কৃষি বিভাগ।