নিমতলী, চুড়িহাট্টা হয়ে এবার আরমানিটোলা। পুরান ঢাকার সবশেষ ট্র্যাজেডি। এবারও খলনায়কের নাম কেমিক্যালের গোডাউন। আবাসিক ভবনের নিচে কেমিক্যালের গোডাউন নাকি কেমিক্যালের গোডাউনের উপরে আবাসিক ভবন; মানুষ কেন কেমিক্যালের গোডাউন থাকার পরও সেইসব ভবনে বাসা ভাড়া নেয়; তারা কি জেনে-বুঝেই এসব ভবনে বাসা ভাড়া নেয় নাকি এসব ভবনের নিচে যে গোডাউন রয়েছে, সেই তথ্য তারা জানেন না—এসব তর্ক পাশে রেখে যে প্রশ্নটি বারবারই সামনে আসে তা হলো, এত এত প্রাণহানি এবং সরকারের নানাবিধ উদ্যোগের পরেও পুরান ঢাকা থেকে কেমিক্যালের গোডাউন কেন সরছে না?