রাজশাহীর গাছে গাছে বেড়ে উঠছে আম

বার্তা২৪ প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২১, ১৯:৫৮

আমের ‘রাজধানী’ রাজশাহীতে এবার গাছে গাছে প্রচুর মুকুল এসেছিল। সে তুলনায় গুটি ধরেছে কম। এরপর কয়েকদফা ঝড়ে পড়েছে অনেক গুটি। তারপরও ঝড়-ঝাপ্টা সামলে গাছে গাছে এখন পরিণত হচ্ছে আম। আগামী মাসের মাঝামাঝিতেই গুটি জাতের আম পাকতে শুরু করবে বলে মনে করছেন চাষিরা।


তাঁরা জানিয়েছেন, গত ৩ এপ্রিল মৌসুমের প্রথম কালবৈশাখীতে রাজশাহীর পুঠিয়া, বাঘা ও চারঘাট উপজেলার প্রচুর আম ঝরে পড়েছে। এরপর ৯, ১২ এবং সর্বশেষ ২১ এপ্রিলের ঝড়েও কিছু আম ঝরেছে। জেলায় সবচেয়ে বেশি আম উৎপাদন হয় বাঘা উপজেলায়। সবগুলো ঝড় গেছে এ উপজেলার ওপর দিয়ে। তবে জেলার গোদাগাড়ী, তানোর, মোহনপুর ও পবা উপজেলায় ঝড়ে আমের তেমন ক্ষতি হয়নি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us