সুপার লিগের ঘোষণা আসার পর থেকে উয়েফাপ্রধান আলেকসান্দার সেফেরিন ‘বিদ্রোহী’ ক্লাবগুলোর দিকে তোপ দেগেই চলেছেন। প্রশ্নবিদ্ধ এই প্রতিযোগিতা থেকে আট ক্লাব সরে আসার ঘোষণা দিলেও বাকি চার ক্লাবের এ নিয়ে যেন কোনো মাথাব্যথা নেই। যেকোনো শর্তে সুপার লিগের সফলতা চায় তারা। আর এতেই আরও খেপেছেন সেফেরিন, ১২ ক্লাব থেকে কমে এসে তাঁর রোষের পাত্র এখনো সুপার লিগ থেকে সরে আসার আনুষ্ঠানিক ঘোষণা না দেওয়া চার ক্লাব—রিয়াল মাদ্রিদ, বার্সেলোনা, জুভেন্টাস ও এসি মিলান।