রানা প্লাজা ধসের আট বছর উপলক্ষে নানা কর্মসূচি ঘোষণা করেছে একাধিক শ্রমিক সংগঠন। আগামীকাল শনিবার (২৪ এপ্রিল) রানা প্লাজা ট্র্যাজেডির আট বছর পূর্ণ হবে। দিবসটি উপলক্ষে শ্রমিক হত্যার বিচার, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিত করা, কর্মক্ষেত্রে মৃত্যুতে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণের বিধান করার দাবি নিয়ে সকাল নয়টায় জুরাইন কবরস্থান এবং সকাল ১০টায় সাভারে রানা প্লাজা শহীদ স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করবেন গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট, গার্মেন্টস শ্রমিক জোট, শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ), গার্মেন্টস শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদের (জি-স্কপ) নেতারা।