আইপিএলে সোমবার চেন্নাই সুপার কিংস বনাম রাজস্থান রয়্যালস ম্যাচের পর থেকে শুরু হয়ে নতুন বিতর্ক। সিএসকে-র ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়েন ব্র্যাভোর কাণ্ডকারখানা দেখে ক্ষিপ্ত ক্রিকেট বিশ্লেষক হর্ষ ভোগলে। তাঁর মতে রান চুরি করে ব্র্যাভো এই মহান খেলার অপমান করেছেন। একই সঙ্গে এই ঘটনার সঙ্গে তিনি ২০১৯ সালের আইপিএল-এর রবিচন্দ্রন অশ্বিন বনাম জস বাটলারের ঘটনাকেও টেনে আনলেন। সে বার ইংল্যান্ডের ব্যাটসম্যানকে ‘মাঁকড়ীয় পদ্ধতিতে’ আউট করেছিলেন অশ্বিন।
ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলে ওঠেন, “ওহে ব্র্যাভো তুমি এমন কাজ করতে পারো না। এই খেলা তোমাকে সেই অনুমতি দেয় না। বোলারের হাত থেকে বল ছাড়ার আগেই প্রায় ৩ গজ এগিয়ে দাঁড়ালে! একে তো রান চুরি করা বলে।”