ভারতে আছড়ে পড়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। দৈনিক সংক্রমণ ইতিমধ্যেই লাগামছাড়া হয়েছে দেশে। এই পরিস্থিতিতে আমেরিকার নাগরিকদের ভারতে না যাওয়ার পরামর্শ দিল আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি)। আমেরিকার এই সংস্থার জারি করা বিজ্ঞপ্তিতে ভারতের কোভিড পরিস্থিতিকে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করা হয়েছে।
সিডিসি-র জারি করা বিজ্ঞপ্তিতে লেখা হয়েছে, ‘ভারতের বর্তমান কোভিড পরিস্থিতি যে আকার নিয়েছে, তাতে টিকা নেওয়া পর্যটকেরও কোভিডে সংক্রমিত হওয়ার এবং সংক্রমণ ছড়ানোর সম্ভাবনা থেকে যাচ্ছে। সে জন্যই পর্যটকদের এখন ভারতে না যাওয়ার অনুরোধ করা হচ্ছে। যদি ভারতে যেতেই হয়, তা হলে ভ্রমণের আগে টিকার ডোজ অবশ্যই নিতে হবে। প্রত্যেক পর্যটকের উচিত মাস্ক পরা, ৬ ফুটের দূরত্ব বজায় রাখা, ভিড় এড়ানো এবং হাত ধোয়া’।