এক সরকারি ঘোষণায় গোটা দেশ কার্যত ‘লকডাউন’ হলেও বাজারগুলো যেন হাতে জাদুর কাঠি নিয়ে বসে আছে। সরকারি আদেশ বা যাবতীয় নির্দেশনা সেখানে কার্যত অচল। সরকারের ঠিক করে দেওয়া দরে চাল পর্যন্ত বিক্রি হচ্ছে না। পেঁয়াজ, সয়াবিন তেল, ছোলা, চিনি, মসুর ডালের মতো নিত্যপণ্যও সরকারের নির্ধারিত দরের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে। রাজধানীর কয়েকটি বাজার ঘুরে পাওয়া গেছে এ তথ্য।