রোহিঙ্গা প্রত্যাবাসন কি তবে পুনর্বাসনে রূপ নিচ্ছে?

প্রথম আলো ইশরাত জাকিয়া সুলতানা প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ০৭:৩৭

২৪ বছর বাংলাদেশে বাস করছেন; আদৌ নিজ দেশে ফিরবেন, সে নিশ্চয়তা নেই। এই দীর্ঘ সময়ে কখনো কি নিজেকে বাংলাদেশি মনে হয়েছে? মিয়ানমারের বুথিডং টং বাজারে জন্ম নেওয়া ৬৫ বছরের রোহিঙ্গা প্রবীণকে প্রশ্নটি করেছিলাম ২০১৬ সালে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পে গবেষণা করার সময়। প্রবল আত্মবিশ্বাসের সঙ্গে তিনি উত্তর দিয়েছিলেন: এক মুহূর্তের জন্যও না। বরং প্রতিদিন দেশের কথাই মনে পড়ে। বাংলাদেশের কাছে আমি কৃতজ্ঞ, কারণ বাংলাদেশ জায়গা না দিলে কোথায় যেতাম জানি না। তবে মিয়ানমারে সারাক্ষণ থাকতাম মৃত্যুভয়ে ভীত হয়ে আর এখানে যেন আছি জেলখানায়, শৃঙ্খলিত।


১৯৯২ সালে ঘুমধুম-২ ক্যাম্পে শরণার্থী হিসেবে নিবন্ধন করার পর থেকে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বাসিন্দা এই প্রবীণ। পরিচয় সংকটকে সঙ্গী করে পরদেশে আশ্রিত হয়ে স্বাধীনতাহীনতায় যাঁদের বছরের পর বছর কেটে যায়, তাঁদেরই একজন তিনি। ১৯৭৮-৯২ সালে আসা রোহিঙ্গাদের তৃতীয় প্রজন্ম এখন বাস করছে বাংলাদেশে। অবৈধভাবে বাংলাদেশি পরিচয়পত্র বহন থেকে শুরু করে ইয়াবা বহন করার অভিযোগ যখন রোহিঙ্গাদের ব্যাপারে তোলা হয়, তখন এটিও মনে রাখা দরকার যে রাষ্ট্রের কিছু গুরুতর ভুল সিদ্ধান্ত আজ রোহিঙ্গা সংকটকে প্রকটতর করেছে। বারবার আশা করা হয়েছে আসিয়ান, ওআইসির মতো আঞ্চলিক জোট কিংবা আমেরিকা, কানাডার মতো বড় ভাইসুলভ দেশগুলো এ সংকট নিরসনে সাহায্য করবে। আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরাম তখনই পাশে দাঁড়ায়, যখন নিজ দেশের কূটনীতি হয় সবল ও সফল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ঘুমধুম সীমান্তে অনুপ্রবেশের অপেক্ষায় মিয়ানমারের ৪০০ চাকমা

প্রথম আলো | ঘুমধুম ইউনিয়ন পরিষদ, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান
৩ মাস, ২ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us