দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি খাতের ২৭ ধরনের সেবায় কর অব্যাহতি সুবিধা দিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সুবিধাপ্রাপ্ত সেবাগুলোর তালিকায় আরও নতুন কিছু খাত অন্তর্ভুক্ত করার চিন্তাভাবনা করছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি, কিছু খাতকে পুনরায় করজালের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
২০১১ সাল থেকে আইটি সেবার ওপর কর অব্যাহতি দিয়ে আসছে এনবিআর। সাধারণত তিন থেকে পাঁচ বছর করে এই কর অব্যাহতির মেয়াদ বাড়ানো হয়। সেই ধারাবাহিকতায় আগামী ৩০ জুন এই অব্যাহতির মেয়াদ শেষ হওয়ার পর কিছু কিছু খাতের সেবায় কর আরোপের সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। অর্থাৎ সেগুলোতে আর করমুক্ত সুবিধা থাকছে না।