মালদ্বীপ থেকে এক বছরে প্রায় পাঁচ হাজার অবৈধ প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। তবে তাদের মধ্যে কোন দেশের কতজন তা উল্লেখ করা হয়নি।
বুধবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় এক সাক্ষাৎকারে দেশটির হোমল্যান্ড সিকিউরিটি মন্ত্রী আলী ইহুসান বলেছেন, প্রেসিডেন্ট ড. মোহাম্মদ মুইজ্জু মন্ত্রণালয়কে চারটি প্রধান কাজ দিয়েছেন– যার মধ্যে একটি হলো অবৈধ প্রবাসীদের স্থায়ী সমাধান করা।
ইহুসান বলেন, ‘অপারেশন কুরাঙ্গি’ – মালদ্বীপের সব প্রবাসীর বায়োমেট্রিক ডেটা সংগ্রহ করার একটি প্রোগ্রাম। যা এখন পর্যন্ত ১৩৮টি দ্বীপে করা হয়েছে। এ পর্যন্ত ১০ হাজারের বেশি প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয়েছে।
আগামী বছরের এপ্রিলের মধ্যে সব প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের কাজ শেষ করার আশা করছেন তিনি।