মিয়ানমারের রাখাইন রাজ্যের একটি বড় অংশের দখল নিয়েছে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী। তবে এরপরও কোনো আশা দেখছে না বাংলাদেশের আশ্রয়শিবিরে থাকা রোহিঙ্গারা। তারা মনে করছে, মিয়ানমারের সরকারি বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘাতের জেরে সেখানে বসবাসরত আরও সাধারণ মানুষ বাস্তুচ্যুত হবে।
এদিকে গত কয়েক দিনে মিয়ানমারের রাখাইনে সংঘাতের তীব্রতা কমে এলেও বাংলাদেশের সীমান্তবর্তী গ্রামগুলোয় এখনো স্বাভাবিক হচ্ছে না জনজীবন। এরই মধ্যে সীমান্তবর্তী একটি বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা নেওয়ার তোড়জোড় চলছে।