আমরা কবিগুরু রবীন্দ্রনাথের গান গেয়ে বসন্তকে বরণ করে থাকি 'মধুর বসন্ত এসেছে মধুর মিলন ঘটাতে...'। বসন্তকে বরণ করে নেওয়ার জন্য আমাদের দেশে বিশেষ উৎসব ও আয়োজনের সঙ্গে পহেলা ফাল্কগ্দুন উদযাপন করা হয়। বাংলাদেশে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ দিনটিকে বরণ করতে চারুকলার বকুলতলা এবং ধানমন্ডির রবীন্দ্রসরোবরের উন্মুক্ত মঞ্চে প্রতি বছর জাতীয় বসন্ত উৎসবের আয়োজন করে থাকে। বাংলার এ অঞ্চলে প্রাচীন আমল থেকেই বসন্ত উৎসব উদযাপিত হয়ে আসছে। কোকিলের সুমধুর কুহু কুহু ডাক জানিয়ে দেয়- বসন্ত এসেছে। সাধারণত যে এলাকায় গাছগাছালি বেশি, সেখানে কোকিলের কুহুতানেই সকালের ঘুম ভাঙে।