টিকা গ্রহণের পর রক্ত জমাট বাঁধার কয়েকটি ঘটনা সামনে আসায় যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্তৃপক্ষ জনসন অ্যান্ড জনসনের কোভিড-১৯ এর টিকা দান স্থগিত রাখার পরামর্শ দিয়েছে।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) এবং যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ এবং প্রতিরোধ সেন্টার যৌথ বিবৃতিতে এই পরামর্শ দেয় বলে জানায় বার্তা সংস্থা রয়টার্স।
এফডিএ থেকে বলা হয়, ‘বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে’ এ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিবিসি জানায়, যুক্তরাষ্ট্রে ১২ এপ্রিল পর্যন্ত জনসন অ্যান্ড জনসনের ৬৮ লাখের বেশি ডোজ টিকা দেওয়া হয়েছে। তার মধ্যে গুরুতর রক্ত জমাট বাঁধার ছয়টি ঘটনা ঘটেছে।