ব্রাহ্মণবাড়িয়ায় এখনও ‘স্বাধীনতা বিরোধী শক্তি’ সক্রিয় আছে বলে মন্তব্য করেছেন রেলপথ মন্ত্রী নুরুল ইসলাম সুজন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফর ঘিরে গত ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত চালানো তাণ্ডবে ব্রাহ্মণবাড়িয়ায় জ্বালিয়ে দেওয়া রেল স্টেশন পরিদর্শনে এসে সোমবার তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
মন্ত্রী সুজন বলেন, “আমরা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেখেছি পাকহানাদার বাহিনী, যারা বলেছিল আমরা মাটি চাই মানুষ চাই না, তারা জ্বালাও-পোড়াও করে গ্রামের পর গ্রাম ও এভাবে রেল স্টেশন পুড়িয়েছিল।